নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতে নতুন করে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
রাখাইনে বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষের কার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বাংলাদেশ? কোন ধরনের কথাবার্তা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, রাখাইনে চলমান সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এই সংঘাতে বাংলাদেশ বা আমাদের নাগরিক যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এবং নতুন কোনো অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, মিয়ানমারে আমাদের দুটি কূটনৈতিক মিশন রয়েছে। এই দূতাবাস দুটি সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে মিয়ানমারের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে মন্ত্রণালয় সরকারের সব কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের সঙ্গে নিবির ও তড়িৎ যোগাযোগ রক্ষা করছে। এছাড়া আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে।