অন্য ছবির সঙ্গে গল্প মিললেই কোটি টাকা দেবেন অনন্য মামুন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক:
শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের নতুন ছবি ‘দরদ’। বিষয়টি মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজে। আর খবরটি প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে ছবিটি।
ইতোমধ্যে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন পরিচালক। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এদিকে ছবির ট্রেলার ঝড় তুলেছে নেটমাধ্যমে; মন্তব্য ঘরে আলোচনা, প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
অনুরাগীদের এমন সাড়ায় অভিভূত অনন্য মামুন। এক ফেসবুক পোস্টে এই পরিচালক লেখেন,‘ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোন সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।
দর্শকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অনন্য মামুন এও লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’
এর আগে সোমবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয় ‘দরদ’। এরপর মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে ‘দরদ’র মুক্তির তারিখ জানিয়ে নির্মাতা লেখেন, ‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’
সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।