অবরোধে গাড়ি চালালেই চালকরা পাচ্ছেন ঠাণ্ডা সেভেন আপ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

ফরিদপুর প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াতের চলমান অবরোধের মধ্যে গাড়ি চালালেই চালকরা পাচ্ছেন ঠাণ্ডা সেভেন আপ। স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধে জনসাধারণের সুবিধার্থে সকল যানবাহন চালু রাখতে তারা গাড়ির চালকদের ঠাণ্ডা সেভেন আপ দিয়ে গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছেন।

আজ রবিবার দুপুরে এমনটি দেখা গেছে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায়। এ সময় বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে সরকারদলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দিলে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন। এ কারণে বিভিন্ন যানবাহন চালু রাখতে রবিবার দুপুরে উপজেলার সাতৈর বাজারে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে প্রত্যেক চালকের হাতে ঠাণ্ডা সেভেন আপ ধরিয়ে দিচ্ছেন সরকারদলীয় নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের অবরোধকে প্রতিহত করতে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ খায়রুল ইসলাম, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন, ডোবরা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন শান্ত, যুবলীগ নেতা নাজমুল হোসেন রাজু, সাবেক ইউপি সদস্য খলিল শেখ, আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম, ফকির মো. শাহজাহান প্রমুখ।

এ ছাড়া বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ, যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল শিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমালের নেতৃত্বে নেতাকর্মীরা মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা, ওয়াবদার মোড়, মহিলা কলেজ মোড় ও বাইখীর চৌরাস্তায় অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তবে এলাকায় অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে মাঠে দেখা যায়নি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।