সিলেট প্রতিনিধি:
সিলেটের পাথররাজ্যের অন্যতম কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন (শারফিন) টিলা থেকে পাথর উত্তোলন বন্ধে অবশেষে অভিযান চালিয়েছে পুলিশ। দীর্ঘ দিন ধরে অবৈধ পাথর সংগ্রহের সাম্রাজ্যে পরিণত হওয়া এই টিলা নিয়ন্ত্রণে ছিল না প্রশাসনের কঠোর হস্তক্ষেপ।
মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানা পুলিশ শারফিন টিলায় অভিযান চালায়। এ সময় ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ৩টি হাইড্রোলিক ট্রাক্টর, ৪০০ ঘনফুট পাথর ও লাল মাটি।
এর আগে টিলা ধ্বংস করে পাথর উত্তোলনে সমকালসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর উদ্যোগ নেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমদু আদনান জানান, অভিযানকালে অনেকে পালিয়ে যায়।
সরকারি সম্পদ পাথর লুট ও টিলা ধ্বংসের অভিযোগে স্থানীয় বাসিন্দা তাজুল মিয়া, ইকবাল হোসেন, মো. শুভ, ফিরোজ মিয়া, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ও আব্দুল গফ্ফারকে আটক করা হয়েছে। তারাসহ জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।
শারফিন টিলা থেকে গত এক মাসে কয়েক কোটি টাকার পাথর লুটপাট করা হয়। এমনকি শারফিনের আস্তানার বড় আকারের লাখ লাখ পাথর লুট ও সেখানকার গাছগুলোও কেটে নেওয়া হচ্ছিল। পাথর খেকোদের তাণ্ডবে সেখানকার পাথর কোয়ারি ধ্বংসের পর বিশাল আকারের টিলার অধিকাংশই ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট যেটুকু বাকি রয়েছে তা গত কয়েকদিনে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় পাথর খেকোরা।
২৪ অক্টোবর দৈনিক সমকালে শাবলের আঘাতে কঙ্কাল টিলা শিরোনামে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর টিলা কাটা বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ার।