অবৈধ সম্পদ অর্জনে হানিফ পরিবহনের মালিকের স্ত্রীর বিরুদ্ধে মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়ার স্ত্রী ইভা হানিফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলা করেন। আজ শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সংশ্লিষ্টরা।
মামলার এজাহারে বলা হয়, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ মিয়ার স্ত্রী ইভা হানিফের ২০২১ সালের ৩১ জানুয়ারি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ কোটি ৪ লাখ ২৯ হাজার ৬৯১ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ৬৯ লাখ ৭ হাজার ৮৬০ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া অনুসন্ধানে ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক কর্মকর্তারা জানায়, হানিফ মিয়ার স্ত্রী ইভা ২০০১-০২ করবর্ষে আয়কর নথি খোলেন। তিনি ২০২০-২০২১ করবর্ষ পর্যন্ত মোট আয় প্রদর্শন করেছেন ৩ কোটি ৩০ লাখ ৮ হাজার ১৭৭ টাকা। এর মধ্যে ২০১৭-২০১৮ ও ২০২০-২০২১ করবর্ষে ১৯ (এ) ধারায় ১ কোটি ২১ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা বৈধ করার অপচেষ্টা করেছেন। সব মিলিয়ে তার নামে মোট ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৪৫৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসাবে তথ্য পাওয়া যায়।