অশান্ত ভারতের নাগপুর, কারফিউ জারি

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে ভারতের নাগপুর শহর। শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। পরে কারফিউ জারি করেছে প্রশাসন। খবর বিবিসির।

নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের দিকেও ব্যাপক পাথর ছোড়া হয়। প্রাথমিকভাবে ছয় বেসামরিক নাগরিক ও তিন পুলিশ অফিসার আহত হন। এর পর কোতোয়ালি আর গণেশপেঠ এলাকায়ও সংঘর্ষ ছড়ায়। হাজারো মানুষ ব্যাপকভাবে পাথর ছোড়া, ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার ভোররাত পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ২০ জনকে আটক করেছিল। গতকাল সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে পুলিশ জানিয়েছে। যদিও কারফিউ জারি আছে সেখানে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক ভিডিও বার্তায় সহিংসতার নিন্দা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে বলেছি আমি। এখনও পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে।