জেলা প্রতিনিধি খুলনা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৩১ মার্চ) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি অপরাধে সাজুর রোবো কারখানাকে ৩০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে ভূঁইয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।