স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আইসিসির এলিট প্যানেলে উন্নীত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেল আম্পায়ারের একটি কোটা খালি হয়েছে। এই জায়গায় একজন অভিজ্ঞ আম্পায়ারের নিয়োগ চেয়ে আইসিসিতে আবেদন করেছে বিসিবি।এ শূন্যস্থান পূরণে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোর্শেদ আলি খান সুমনের নাম আইসিসির আম্পায়ার্স বিভাগে পাঠানো হয়েছে বলে গতকাল জানান বিসিবির একজন পরিচালক।
বিসিবির প্যানেলভুক্ত অভিজ্ঞ এ আম্পায়ার জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের ম্যাচে নিয়োগ পেয়েছিলেন বলে জানায় আম্পায়ার্স বিভাগ। এ ছাড়া ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে মালয়েশিয়া বনাম সৌদি আরব এবং কুয়েত বনাম আরব আমিরাত ম্যাচ পরিচালনা করেছেন। অভিজ্ঞতা এবং পারফরম্যান্স বিবেচনায় রেখে সুমনকে আন্তর্জাতিক প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।