আওয়ামী লীগের লিফলেট বিলি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজিব মন্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার সজিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রোববার বিকেলে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মন্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।