আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় : রাশেদ খান

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে-যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন।রোববার (২০ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, খুলনায় আজ সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততই বড় হচ্ছে! সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ!তিনি লেখেন, খুলনায় আজ সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততই বড় হচ্ছে! সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ এবং বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ!