
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ২জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ থেকে রাত সাড়ে ৯পর্যন্ত পৌর শহরের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের রাধানগরের ঘোষপাড়া ও দাসপাড়া এলাকায় হঠাৎ করে একটি পাগলা কুকুর প্রথমে ওই এলাকার ঘোষ পাড়ায় বাড়ি পাশে দাঁড়িয়ে থাকা নারায়ণ ঘোষের ছেলে প্রহ্লাদ ঘোষ (১২) কে কামড় দেয়। পরে একে একে ওই এলাকার আরও ৫ জনকে ওই পাগলা কুকুরটি কামড় দেয়।
আহত অন্যরা হলেন ওই এলাকার মজিদ মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (১২), মৃত দুখাই দাসের ছেলে শুকুমার দাস (৬৬), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আবু হানিফ মিয়ার ছেলে আবুল হোসেন (৭৫), আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের আলম মিয়ার ছেলে মো. মুজাহিদ (১২) ও ঢাকা মিরপুর-১ এর বাসিন্দা বাবু মিয়ার স্ত্রী শিউলি বেগম (২৭)। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো.আব্দুল্লাহ আল জিলানী বলেন, পাগলা কুকুরের কামড়ে ৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।