আত্ম-নির্ভরশীল বাংলাদেশ গড়তে উদ্ভাবনী অর্থায়ন সহায়তা চাইলেন পরিকল্পনামন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আত্ম-নির্ভরশীল বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের আরো নীতি ও উদ্ভাবনী সহায়তা দিতে হবে। এর জন্য তিনি সকল উন্নয়ন সহযোগিকে উদ্ভাবনী সহায়তা প্রদানের আহবান জানান।
তিনি বলেন,‘আত্ম-নির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের পাশাপাশি বৈদেশিক সহায়তার প্রয়োজন, বিশেষ করে উদ্ভাবনী অর্থায়ন জরুরী।’
বুধবার রাজধানীর শেরেবাংলানগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-২০২০ এর একটি কর্মঅধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আত্ম-নির্ভরশীল বাংলাদেশের জন্য উদ্ভাবনী অর্থায়ন’ বিষয়ক কর্ম অধিবেশনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস,এ্যাডভাইজারি বোর্ড অব বিল্ড বাংলাদেশের চেয়ার আরাস্তু খান,বিশ্বব্যাংক গ্রুপের অর্থনীতিবিদ ইলিয়াস স্কামনিলাস, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল ফাইনান্সিয়াল সেক্টর স্পেশ্যালিস্ট ডংডং জাং ও মেট্রো পলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সভাপতি নিহাদ কবীর বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।
এসএমইখাতে উদ্ভাবনী অর্থায়নের সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং গ্রামীণ এলাকার একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মূল উদ্দেশ্য হলো-নিজেদের আত্ম-নির্ভরশীল হওয়া। এর জন্য উদ্ভাবনী অর্থায়ন অতীব জরুরী।
বুধবার থেকে দু’দিব্যাপি বিডিএফ-২০২০ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এর উদ্বোধন করেন।