আপিল শুনানির প্রথম দিনে প্রার্থীতা ফেরত পেয়েছেন ৫৫, হারিয়েছেন ৩২ জন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি নির্বাচন ভবনে শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়।
আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করেছেন।
প্রথম দিনে ৯৪ জন প্রার্থীর আপিলের শুনানি হয়। তাদের মধ্যে প্রার্থীতা ফেরত পেয়েছেন ৫৫ জন। প্রার্থীতা হারিয়েছেন ৩২ জন। এছাড়া ৭ জন প্রার্থীর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।