আমরা স্বদেশে ফিরতে চাই

রোহিঙ্গাদের প্রতিক্রিয়া

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে রাখাইন গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা। পাশাপাশি তারা মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন।

কয়েকজন রোহিঙ্গা নেতা গুতেরেসকে বলেন, ‘মিয়ানমারের জান্তা সরকার আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। তখন বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এই দেশে আর কত বছর থাকব? আর থাকতে চাই না। আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ।’

গতকাল শুক্রবার কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘ মহাসচিবকে এসব কথা বলেন তারা। রোহিঙ্গাদের জন্য নির্মিত লার্নিং সেন্টারে এসব কথা মনোযোগ দিয়ে শোনেন মহাসচিব। এ সময় নারী-শিশুরাও তাদের নানা দাবি তুলে ধরেন। এর পর মহাসচিব ঘুরে দেখেন রোহিঙ্গা কালচারাল সেন্টার। অনেকটা আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘরে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবনের চিত্র। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে অনেক নারী-শিশু তুলে ধরেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও নির্মম নির্যাতনের বর্ণনা।

আরাকান সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ জোবায়ের সমকালকে জানান, রোহিঙ্গারা জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, ‘২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমার বাহিনী যেভাবে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, তা দেখে পুরো দুনিয়ার মানুষ কেঁদেছে। সেই গণহত্যার বিচার চাই। সেদিন মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে ভেবেছিল, তারা রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করেছে। কিন্তু রোহিঙ্গারা জন্মভূমি আরাকান কাউকে লিজ দিয়ে আসেনি। যে কোনোভাবে রোহিঙ্গারা আরাকানে ফিরতে চায়। বিশ্বসম্প্রদায়ের কাছে দাবি, রোহিঙ্গাদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিন।’

এফডিএমএন রিপ্রেজেন্টেটিভ কমিউনিটির মুখপাত্র কামাল হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের কাছে রোহিঙ্গারা জানিয়েছেন, তারা অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে চান। তারা বাংলাদেশের নন, মিয়ানমারের নাগরিক।