ঢাকা প্রতিনিধি:
নিখোঁজ বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনহারা ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে’, ‘মুক্তি চাই, বন্দিদের মুক্তি দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নিয়েছেন সাজেদুল কবির সাজেল নামে নিখোঁজের এক স্বজন। তার মা রেজিয়া বেগম রেভী ও ১২ বছর বয়সী বোন আফসানা নুরী আলিয়া ২০১৫ সালে নিখোঁজ হন। তাদের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে বোনকে ছেড়ে দিলেও এখনও খোঁজ মেলেনি মায়ের।
সাজেদুল কবির সাজেল বলেন, আমার মা একজন বীমা কর্মী ছিলেন। তিনি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কক্সবাজার বাজার সার্ভিস সেন্টারে কাজ করতেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে গাবতলিতে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে আমার মা ও বোনকে তুলে নেওয়া হয়। আমার বোনকে ফিরে ফেলেও মাকে পাইনি। বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে আমি মাকে ফেরত চাই।