আলোক স্বল্পতায় বন্ধ খেলা, ২ উইকেট হারিয়ে ৩০ রানের লিড বাংলাদেশের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক :
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৮ রানের লিড পায় কিউইরা। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে বন্ধ রয়েছে খেলা।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩ রানে ২ বলে ২ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়।
এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার জাকির হাসান। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৩৮ রানে ২৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। তবে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। জাকির ২১ বলে ১৬ রানে অপরাজিত আছেন।