আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের কট্টরপন্থি গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে “ঘবীঃ ণবধৎ রহ ঔবৎঁংধষবস, গবংংরধয ঘড়”ি শ্লোগান ব্যবহার করে আল-আকসা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওকে ‘অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উসকানি’ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলেছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পরিকল্পনায় উৎসাহিত করছে।

জর্ডান এ ঘটনাকে বর্ণনা করেছে “চরমপন্থি ও বর্ণবাদী উসকানি” হিসেবে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতীব উদ্বেগজনক এবং সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে।”

আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।