ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধির হিসাব অবরুদ্ধ

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আহমের তাহমিদ হাসনাইন পুলকের ২২টি ও তার স্ত্রী নাসরীন সুলতানার একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

ওইদিন দুদকের সহকারী পরিচালক মো. মাইনুদ্দীন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আহমের তাহমিদ হাসনাইন পুলকের বিরুদ্ধে ওষুধ কোম্পানিতে চাকরি ও ঠিকাদার ব্যবসায়ের আড়ালে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। এসব অর্থ আড়ালের উদ্দেশ্যে ট্রান্সফার, প্লেসমেন্ট, লেয়ারিং ও ইন্টিগ্রেশনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

অনুসন্ধানে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আহমেদ তাহমিদ হাসনাইন এবং তার স্ত্রী নাসরীন সুলতানার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবগুলো অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে এসব টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব এবং ব্যাংক হিসাব থেকে কেবল বেতন-ভাতাদি বাবদ জমা করা অর্থ ছাড়া অন্য সব অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।