ইন্দোনেশিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ ২০৬৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

দক্ষিণ পূর্ব-এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রথমবারের মত করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়াল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ দুই হাজার ৬৯ জন ব্যক্তি করোনায় মারা গেছেন।

এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজারের বেশি। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গতকাল মঙ্গলবার রেকর্ড দৈনিক সংক্রমণ ১৭৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির লকডাউনের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। ইন্দোনেশিয়ায় দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার ২ হাজার ৬৫ জনের মৃত্যুর রেকর্ড হয় দেশটিতে। এছাড়া ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

এদিন ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩২০ জনের। সংক্রমিত হিসেবে লিপিবদ্ধ হয়েছে ৪১ হাজার ৪০০ এর বেশি মানুষ। রাশিয়ায় একদিনে মারা গেছে ৭৭৯ জন। ৪৩ হাজারের কাছাকাছি সংক্রমণ আর ৬ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। চারশ’র কাছাকাছি প্রাণহানি হয়েছে দক্ষিণ আফ্রিকায়।