সানজিদা মাহবুবা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারকে পদ ছাড়তে হুমকি ও তাঁর কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তাঁর কার্যালয়ে নাশতা করছিলেন। এ সময় ছাত্রদলের ১০-১২ নেতাকর্মী তাঁর কক্ষে ঢুকে খারাপ আচরণ করেন এবং আগামী দিন থেকে কার্যালয়ে না আসতে হুমকি দেন। পরে তারা টেবিলের ওপর থাকা কাপ-পিরিচ ভেঙে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রার কার্যালয় ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, অর্থ ও হিসাব শাখার কিছু দপ্তরে গিয়ে হুমকি ও দরজা-জানালায় আঘাত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা রেজিস্ট্রারের স্ত্রী এবং অর্থ ও হিসাব শাখার উপ-হিসাব পরিচালক রুবিনা আক্তারের কার্যালয়ের চেয়ার-টেবিলের ওপর তুলে রেখে যান। এ সময় কার্যালয়ে ছিলেন না রুবিনা আক্তার।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে এসব ভাঙচুর ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা। বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও হুমকি প্রদান শেষে স্বৈরাচারের দোসরদের অপসারণসহ ৯ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘তারা ১০-১২ জন হঠাৎ রুমে প্রবেশ করে আমাকে গালাগাল করে, কাল থেকেই অফিসে না আসার হুমকি দেয় এবং টেবিলে থাকা কাপ-পিরিচ ভেঙে চলে যায়।’
অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।