ইলন মাস্কের মিথ্যা পোস্টে ভিউ ২০০ কোটি, অভিযোগ বিশেষজ্ঞদের

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তার এসব পোস্ট অন্তত দুইশ’ কোটিবার দেখেছেন ব্যবহারকারীরা। অলাভজনক সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটের এক প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়েছে।

নির্বাচন ও গুজব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সোমবার বলেছেন, চরম প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যগুলো নিয়েও গুজব ছড়াতে বড় ভূমিকা রেখেছে এক্স। প্রেসিডেন্ট নির্বাচনের ফল নাটকীয়ভাবে পরিবর্তন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই রাজ্যগুলোর সমর্থন।
এক্স কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাদের দিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি বছর মাস্কের অন্তত ৮৭টি পোস্ট মিথ্যা বা বিভ্রান্তিমূলক হিসেবে চিহ্নিত করেছেন ফ্যাক্ট চেকাররা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনলাইনে মিথ্যা তথ্য শনাক্তকারী প্রতিষ্ঠান সিয়াব্রা জানিয়েছে, ১ লাখ ১৭ হাজার অনুসারী আছে এমন একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া একটি ভিডিও প্রচার করা হয়। ওই ভিডিওতে দেখানো হয়, পেনসিলভিনিয়াতে ট্রাম্পের পক্ষের মেইল-ইন ব্যালট ধ্বংস করা হচ্ছে।