ঈদযাত্রায় ২০ দিন ট্রেনে থাকছে না সেলুনকার

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ঈদ উপলক্ষে ট্রেনে ২০ দিন সেলুনকার সংযোজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷ সম্প্রতি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলের এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷সিদ্ধান্ত অনুযায়ী- ঈদের আগের ১০ দিন এবং পরের ১০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ট্রেনের সেলুনকার মূলত আলাদা একটা বগি, যা পরিদর্শন গাড়ি হিসেবে ব্যবহার করা হয়৷ রেল পরিদর্শকরা রেলপথ পরিদর্শনের সময় এ বগিতে চড়েন। এর বড় বড় সার্চলাইট ও অবজারভেশন ডেকগুলো দিন ও রাত উভয়ক্ষেত্রে রেলপথ পরিদর্শনের জন্য উপযোগী হয়ে থাকে৷ এছাড়া বাণিজ্যিকভাবে ভিভিআইপি এবং ভিআইপি ব্যক্তিদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সঙ্গে আলাদা এ সেলুনকার বগি যুক্ত করা হয়ে থাকে।

এবারের ঈদযাত্রায় চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে৷

এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷