
বিনোদন ডেস্ক:
ঈদ আয়োজনে টিভি পর্দায় দেখানো হয় তারকাবহুল সিনেমা। এরই ধারাবাহিকতায় দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’। এটি ২০২৪ সালের ঈদে সারাদেশ মুক্তি পেয়েছিল। ব্যাবসা সফল সিনেমার তালিকায় এর নাম উঠে আসে। সিনেমায় ব্যবহৃত ‘লাগে উড়া ধুরা’, ও ‘দুষ্টু কোকিল’ গানটি এখনও শ্রোতাদের মুখে ফেরে। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।
গালিব বিন গণি, যা পরে তুফান নামে পরিচিত, দুঃখজনক পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন কারণ তার মা প্রসবের সময় মারা যান। অলোকদিয়া গ্রামে তার বাবা গনি মিয়া একজন কুখ্যাত জমি হানাদার শেনাওয়াজের বিরুদ্ধে দাড়ায়। শেনাওয়াজ গনি মিয়াকে হত্যা করে, যুবক তুফান তখন শেনাওয়াজকে শিরশ্ছেদ করে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়, ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় প্রভাবশালী গ্যাংস্টার বশির পুলিশদেরকে গালিবকে মুক্তি দেওয়ার জন্য ঘুষ দেয় এবং তাকে তার কাছে রেখে দেয়। অবশেষে তুফান, বশিরকে হত্যা ও বিশ্বাসঘাতকতা করে এবং বশিরের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যোগ দেয়। পরে তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে। ক্ষমতা ও সম্পদের জন্য উচ্চাভিলাষী, তুফানকে রাজনীতিতে প্রবেশের পরামর্শ দেওয়া হয়। এগিয়ে যায় গল্প।
‘তুফান’ছাড়াও একই চ্যানেলে রয়েছে মুহম্মদ মোস্তাফা কামাল রাজের ‘ওমর’ ও ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।