উপজেলা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের মনিরুল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মনিরুল হাসানের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
তিনি জানান, গত ১৭ এপ্রিল ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মো. মনিরুল হাসানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সেই সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলকারী মনিরুল হাসান ঋণ খেলাপি হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার যোগ্য নয়। পরে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন আপিলেট কর্তৃপক্ষও।পরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মনিরুল হাসান। মঙ্গলবার রিটের শুনানি নিয়ে মনিরুল হাসানের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট।