ঋণের আশ্বাসে শাহবাগে জনসমাবেশের চেষ্টা, ফেরালো শিক্ষার্থী-পুলিশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদকঃ
এক লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়ার আশ্বাসে সারা দেশ থেকে মানুষ এনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন। সোমবার (২৫ নভেম্বর) তাদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা।
‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করাবো, বিনা সুদে পুজি নেবো’ শ্লোগান নিয়ে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেয় ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। ওই আশ্বাসে রবিবার দিবাগত রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। চানখারপুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশ দিয়ে ভোর রাত থেকে অনেক গাড়ি আসতে শুরু করে। পরে সব গাড়ি শাহবাগ ও টিএসসিতে এসে থামে।প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে, জড়ো হওয়া ব্যক্তিদের অনেকের হাতে লাঠি ছিল। বিষয়টিকে প্রতিবিপ্লবের আশঙ্কা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পুলিশের সহায়তায় তাদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তবে সোমবার সকাল ১০টা নাগাদ টিএসসি স্বাভাবিক হলেও শাহবাগেও কিছু লোককে দেখা গেছে। শিক্ষার্থী-পুলিশ তাদের সঙ্গেও কথা বলে।
এই ঘটনার মূলহোতা সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে বলে জানা গেঠে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, অহিংস গণঅভ্যুত্থান নামে সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।