ক্রীড়া ডেস্ক:
বেনফিকার বিপক্ষে নাটকীয় এক জয় পেলো বার্সেলোনা। ২-৪ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের দিকে আরেক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি।
নাটকীয় এই ম্যাচে কী না দেখেছে। পেনাল্টি, আত্মঘাতি গোল, লাল কার্ড সবই ছিল এই ম্যাচে। মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে হারতে হারতে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে হেনসি ফ্লিকের দল।
ভ্যাগলিস পাভলিদিস এর হ্যাটট্রিকে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল বেনফিকা। এরপর আরাহুর আত্মঘাতী গোল বার্সার হারের শঙ্কা জাগিয়ে তোলে। ৭৮ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল দলটি। এরপরই পাল্টে যায় পাশার দান। আরো ৩ গোল করে স্বাগতিকদের মাঠে জয় ছিনিয়ে নেয় বার্সা।
রবার্ট লেভানদোভস্কি বার্সেলোনার হয়ে দুইটি পেনাল্টি থেকে দুই গোল করেন। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ৬৪ মিনিটে একটি গোল করার পর যোগ করা সময়ে দুর্দান্ত আরেকটি গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান। দলের অন্য গোলটি আসে এরিক গার্সিয়ার পা থেকে।
ইউয়েফার ম্যাচটি ছিল মোট ৯৯ মিনিটের, যা ছিল টানটান উত্তেজনায় ভরা। একটি ফুটবল ম্যাচে রোমাঞ্চের জন্য যা যা প্রয়োজন, সবই যেন ছিল এই খেলায়। দুই দলের মধ্যে মোট তিনটি পেনাল্টি হয়, যার মধ্যে দুটি পায় বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে বেনফিকার আর্থার ক্যাবরাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ম্যাচটিকে আরও নাটকীয় করে তোলে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া দেখিয়েছেন সেরা পারফরম্যান্স। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ৬৪তম মিনিটে হেডে করেন প্রথম গোল। এরপর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সে ঢুকে দারুণ এক শটে দলের জয় নিশ্চিত করেন।