
নিজেস্ব প্রতিবেদক:
সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহাকে এনসিটিবির পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য থেকে অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর।
আট দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের গণবিরোধী নতুন শিক্ষাক্রম বাতিলে আমাদের লড়াই ছিল আপসহীন। ২০২৩ সালের ১০ নভেম্বর সংবাদ সম্মেলনে রাখাল রাহা শুধুই লিখিত বক্তব্য পড়েন। অথচ পরে কমিটিতে রাখতে চাপ দেন তিনি। এক পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হলেও সংখ্যাগরিষ্ঠ সদস্যের তোপে স্থগিত হয়।
জাহাঙ্গীর বলেন, ২০২৩ সালে আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবীর, কাজী সাইফুল হক পনিরসহ চারজন এনসিটিবির মামলায় গ্রেপ্তার হলেও রাখাল রাহার কোনো ভূমিকা দেখা যায়নি। অথচ সংগঠন ব্যবহার করে তিনি এনসিটিবিতে ঢুকে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা বইয়ের পেছনে ছাপা, দরপত্র কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ না বিতর্কিত কর্মকাণ্ড করছেন।
‘রাখাল রাহার নেতৃত্বে অভিভাবকদের আন্দোলনের কারণেই শিক্ষাক্রমে পরিবর্তন’– এনসিটিবি চেয়ারম্যান রিয়াজুল হাসানের এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের সভাপতি কাজী সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, জেসমিন, ডা. রিপা প্রমুখ।