এবারের বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। তবে এখনও শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ।

বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আর বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। যেখানে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।