এমআরটি লাইন-৬ নির্মাণ কাজের জন্য ৬ মাস বন্ধ কমলাপুর-টিটিপাড়া সড়ক, বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

এমআরটি লাইন-৬ নির্মাণ চলাকালে আগামী অক্টোবর পর্যন্ত ছয় মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে টিটিপাড়া থেকে কমলাপুরগামী যানবাহন একলেনে চলাচল করতে পারবে। যানজট এড়াতে ও সড়ক শৃঙ্খলার স্বার্থে বিকল্প রাস্তা ব্যবহারে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সরকারের একটি অন্যতম ফাস্ট ট্র্যাক প্রকল্প। এ প্রকল্পের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিতকরণের কাজ চলছে। উল্লেখ্য, এই বর্ধিতকরণ কাজ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক-২ থেকে জানা যায়, কমলাপুর মেট্রোস্টেশন ভবনের নিচের সড়কটি বর্তমানে চারলেন বিশিষ্ট, যা ছয়লেনে উন্নীত করা হবে। বর্তমানে চারলেনের মধ্যে দুইলেনে উভয়মুখি যান চলাচল করছে। এরইমধ্যে কমলাপুর মেট্রোস্টেশনের কলাম নির্মাণ কাজ শেষ হয়েছে। কনকর্স স্ল্যাব নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। স্টেশনটি বাকি ১৬টি স্টেশন থেকে টেকনিক্যাল কারণে ডিজাইনের ব্যতিক্রম রয়েছে।

আরো জানা যায়, কনকর্স স্ল্যাব কন্ট্রাকশনের সময় নিচের রাস্তা দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে আগামী ৬ মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়া সড়কে এক পাশে যানবাহন চলাচল বন্ধ থাকবে।ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ বিকল্প ব্যবস্থা হিসেবে নিম্নবর্ণিত সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে।

বিকল্প ব্যবস্থা/সড়ক- সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী নগরবাসী বিকল্প ব্যবস্থা হিসেবে কমলাপুর ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে আল হেলাল ক্রসিং, এরপর বামে মোড় নিয়ে শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড় দিয়ে টিকাটুলি-সায়েদাবাদ অথবা কমলাপুর থেকে শাহজানপুর ক্রসিং হয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে অতীশ দীপঙ্কর সড়ক ব্যবহার করতে পারেন। ট্রাফিক-মতিঝিল বিভাগ সব শ্রেণি পেশার মানুষকে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।