ডেস্ক রিপোর্টঃ
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে লিভারপুলে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অল রেডসরা।
আর্নে স্লটের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে আছে লিভারপুল। সরাসরি শেষ ষোলোয় এক পা দিয়ে ফেলেছে তারা। অন্য দিকে রিয়াল মাদ্রিদ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলে ২৪তম অবস্থানে নেমে গেছে। অ্যানফিল্ডে এদিন ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। ৫২ মিনিটে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার দলকে প্রথম লিড এনে দেন।
এমবাপ্পের সামনে ৬১ মিনিটে ওই গোল শোধ করার সেরা সুযোগ এসেছিল। পেনাল্টি পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। শট নেন এমবাপ্পে। কিন্তু জালে পাঠাতে পারেননি রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সেরা সময় কাটাতে না পারা এমবাপ্পে। ওখানেই যেন ম্যাচের মোমেন্টাম পুরোপুরি হারায় রিয়াল। পরেই অবশ্য পেনাল্টি মিস করেন মোহামেদ সালাহর। ৭০ মিনিটে মিশরীর তারকা শট নিয়ে জালে পাঠাতে পারেননি। ৭৬ মিনিটে গোল করে ওই ধাক্কা সামলে নেন কোডি গ্যাকপো। তিনি রেডসদের এনে দেন জয়।
এই হারের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ একপ্রকার শেষ। রিয়াল কোচ আনচেলত্তি তা মেনেও নিয়েছেন। তবে সেরা ২৪ এ থাকলেই প্লে অফ খেলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ থাকবে গত আসরের চ্যাম্পিয়নদের। রিয়াল পরের ধাপে যাবে এই বিশ্বাস আছে কোচ কার্লো আনচেলত্তিরও।