
ক্রীড়া ডেস্ক:
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়া যাবে না দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবাকে।
গতকাল রাতে গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও ম্যাচটি হতাশা ছড়িয়েছে রিয়াল শিবিরে। ম্যাচ চলাকালেই চোট পান কামাভিঙ্গা ও আলাবা। শীর্ষ প্রতিপক্ষের বিপক্ষে এমন দুইজনকে হারানো নিঃসন্দেহে বড় আঘাত।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, চোট গুরুতর কি না, তা নির্ভর করছে পরবর্তী পরীক্ষার ফলাফলের ওপর। তবে তিনি ধারণা করছেন, দুজনেই মাংসপেশির চোটে ভুগছেন। আনচেলত্তির ভাষায়, ‘আগামীকাল সব পরিষ্কার হবে। তবে শনিবার মাঠে নামাটা তাদের জন্য খুব কঠিন।’
রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠ ছেড়ে যেতে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলেছে রিয়াল।
চলতি মৌসুমে এর আগে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচেই হার মানতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এমন অবস্থায় শিরোপার মঞ্চে নামার আগে দুই মূল খেলোয়াড়কে হারানো তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।