জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় গত এক দিনের ব্যবধানে শীতের তীব্রতা কিছুটা কমেলেও মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় জেলার প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো পাঠদান বন্ধ রয়েছে। গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় বিকেলের মধ্যেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে শুরুতে এ ছুটির সঙ্গে একমত না থাকায় মাধ্যমিকে ছুটির সিদ্ধান্ত আসে রাত ৯টা ৫৫ মিনিটে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ছুটির বিষয়ে জানানোর কোনো সুযোগ পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। যা চরম দুর্ভোগে ফেলে শিক্ষার্থীদের।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নওগাঁ শহরের বিভিন্ন এলাকার মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ছুটির বিষয়ে অবগত না থাকায় শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে এসেছেন। অনেকে এসেছেন অভিভাবকদের সঙ্গে নিয়েও। আসার পর তাদের প্রত্যেককেই আবারও বাড়ি ফিরে যেতে হচ্ছে।
নওগাঁ জিলা স্কুলে আসা এক শিক্ষার্থীর অভিভাবক সাবিনা ইয়াছমিন বলেন, আমার ছেলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুল ছুটি থাকলে এখানে অভিভাবকদের মেসেজ দেওয়া হয়। এমন কোনো মেসেজ আমার নজরে আসেনি। ভোরে উঠে বাচ্চাকে প্রস্তুত করে স্কুলে এসে শুনছি ছুটি। তাই বাড়ি ফিরে যেতে হচ্ছে। শিক্ষকরা বলছেন তারা নাকি আজ সকালে মেসেজ পাঠিয়েছে। ছুটি থাকলে অন্তত আগের দিন বিকেলের মধ্যেই মেসেজে জানানো উচিত ছিল।
শহরের হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ছুটি হলো অথচ আমাদের জানানো হলো না। স্কুলে আসার পর শিক্ষকরা বলছেন ক্লাস হবে না। গতকাল সন্ধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংবাদ জানার পর স্যারদের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেছিলাম। তারা বলেছিলেন ক্লাস হবে। কোনো ছুটি নেই।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে আজ মঙ্গলবার সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। যদিওবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গত দুইদিন যাবত তাপমাত্রা কিছুটা বাড়ছে। এ রকম তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।