বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬। যা চীন ও ইতালির চেয়ে বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
চীনে বর্তমান আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯।
তবে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ইতালিতে সবচাইতে বেশি। এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছে। স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫, চীনে প্রাণহানি ৩ হাজার ২৯১, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ মারা গেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ২০০।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৮১ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে । ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মহামারিতে চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।