আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে চার হাজার ৯৮৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৩৮৭ জন।
গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটার এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টার পর থেকে এই খবর লেখা পর্যন্ত সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৩ জন। এর মধ্যে চীনে অন্তত ২১,যুক্তরাষ্ট্রে ৬৫,কানাডায় ১৬,ও ভারতে ১ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে নতুন প্রাণহানির সংখ্যা ৮। এরা সবাই চীনের বাসিন্দা।
চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১৫ হাজার ১১৩ জন মানুষ আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন ১ হাজার ১৬ জন। ইরানে ১০ হাজার ৭৫ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৪২৯ জন। দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৭৯ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭ জন। ফ্রান্সে ২ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন। স্পেনে ৩ হাজার ১৪৬ জন আক্রান্তের বিপরীতে মারা গেছে ৮৬ জন।
জার্মানিতে ২ হাজার ৭৪৫ জন আক্রান্তের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭৬২ জন আক্রান্তের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে।