কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১৭

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

কলম্বিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন আহত হয়েছেন। দেশটিতে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। খবর এএফপির।

কাউকা বিভাগের গভর্নর অক্টাভিও গুজম্যান এক্স-এ পোস্টে জানিয়েছেন, মোরালেস শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত একটি ডিভাইস বোমা বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন, সাত বছর বয়সী এক মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসা দেওয়া হয়েছে।

কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধাসামরিক বাহিনী, মাদক কার্টেল এবং সরকারি বাহিনীর মধ্যে ছয় দশক ধরে চলমান সশস্ত্র সংঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছে।

সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি)-এর বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার জন্য কর্তৃপক্ষ এখনও কাউকে দায়ী করেনি। শান্তি চুক্তির বিরোধিতাকারী একটি দল যারা এফএআরসি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত সপ্তাহে, ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে দুটি শহরে চারটি বোমা হামলায় ছয়জন আহত হয়। যার ফলে কর্মকর্তারা রাতভর কারফিউ ঘোষণা করেন। এই হামলার জন্য ইএলএন গেরিলা গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।