আন্তর্জাতিক ডেস্কঃ
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে দুঃখিত, যাদের বেশিরভাগই শিশু। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুরুতে এক বিবৃতিতে বলেছিল, ভূমিধসে ১৮ জনের প্রাণহানি হয়েছে এবং ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে চোকো অঞ্চলের গভর্নরের কার্যালয় থেকে মোট ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সমন্বয়ের জন্য চোকোতে একটি নিয়ন্ত্রণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
কী কারণে ভূমিধসের ঘটনা ঘটল, তা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে জানায়নি। তবে শুক্রবার রাতে প্রতিরক্ষা বিভাগ বলেছিল, ওই এলাকায় বৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।