কাজাখস্তানে হোস্টেলে আগুন লেগে নিহত ১৩

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির এক হোস্টেলে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন বলে শহরের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহতদের মধ্যে নয়জন কাজাখস্তানের নাগরিক। বাকি চারজনের দুইজন রাশিয়ার, দুইজন উজবেকিস্তানের বলে আলমাতি পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে তিন তলা ঐ ভবনে আগুন লাগে। সেই সময় হোস্টেলে ৭২ জন অতিথি ছিলেন। নিশ্বাসের সঙ্গে কার্বন মনোক্সাইড ঢুকে ১৩ জন মারা গেছেন। বাকি ৫৯ জন পালিয়ে প্রাণ বাঁচাতে পেরেছেন।

ভারতের এক শিক্ষার্থীসহ চারজনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে স্থানীয় এক অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত করতে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার।