ক্রীড়া ডেস্কঃ
ঢাকায় বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচ হওয়ার আগে বাংলাদেশ ফুটবল দলকে আবাসিক ক্যাম্প করতে দেশের বাইরে পাঠানো হতে পারে। মধ্যপ্রাচ্যের কোনো দেশে ক্যাম্প করার পরিকল্পনা চলছে। এক্ষেত্রে কাতার কিংবা সৌদি আরব হতে পারে ভেন্যু। দুই দেশের সঙ্গে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের ব্যক্তিগত সম্পর্ক ভালো। অনুরোধ করলে রাখেন। এবারও সেসব দেশে ক্যাম্প করা যায় কিনা তা নিয়ে ভাবনা রয়েছে।
আগামী ২৬ মার্চ ঢাকায় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ফিলিস্তিন। বাংলাদেশের শেষ দুই ম্যাচ জুনে। অস্ট্রেলিয়া আসবে এবং ৬ জুন বাংলাদেশর বিপক্ষে খেলবে। ১১ জুন লেবাননের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ রাজধানী বৈরুতে। আপাতত ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
তার আগে দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ঢাকায় আসবেন এবং তাঁর সঙ্গে আলোচনা চূড়ান্ত হবে। কোচ ঢাকায় আসবেন শনিবার। এরই মধ্যে কোচের সঙ্গে যোগাযোগ রাখছেন তার কোচিং স্টাফরা। দেশে এখন প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ ফুটবল এক সঙ্গে চলছে। খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করছেন তারা। কোচ এসে খেলা দেখে তালিকা চূড়ান্ত করবেন, কারা ফিলিস্তিনের বিপক্ষে তালিকায় থাকবেন।