কী বীভৎস ক্ষমতার এই লোভ: ফারুকী

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

বিনোদন ডেস্ক:

শিল্প-সংস্কৃতির বাইরেও মোস্তফা সরয়ার ফারুকী রীতিমতো একজন তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষক। যিনি বরারই নিজের মতামত ব্যক্ত করেন ভয়ডরহীন। বৈষম্যবিরোধী বিপ্লবেও তিনি ছিলেন অন্তর্জালে শতভাগ সক্রিয়। সরকার পতন এবং গঠনের পরেও থেমে নেই তার কণ্ঠ। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ভ্যানভর্তি লাশের স্তূপ করছেন পুলিশ সদস্যরা।

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিও দেখে শিউরে উঠছে মানুষ। এটি দেখে সোশ্যাল হ্যান্ডেলে ফারুকীর মন্তব্য এমন, ‘কী বীভৎস ক্ষমতার এই লোভ!’
তিনি আরও লেখেন, ‘যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের ওপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ংকর আর কি হইতে পারে? ভ্যানের ওগুলো যেন মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড। যেগুলো কোথাও বিলং করে না, কারও ভাই হয় না, সন্তান হয় না। যেন তাদের অপেক্ষায় কোনও বাড়িতে কেউ বসে নাই।’

ফারুকীর লেখা এমন পোস্টের সমর্থন জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেটাগরিকরা।
এর মধ্যে গণমাধ্যমে অনুসন্ধানে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাভারের আশুলিয়া থানার সামনে অনেকে বিজয় মিছিল করেন। এরপর থানা ঘেরাও করে। পুলিশ তাদের ওপর তখন নির্বিচারে গুলি ছোঁড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অভিযোগ রয়েছে লাশগুলো পুলিশ পুড়িয়ে ফেলে।