কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পরেছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটার মেয়র বাজারে ইলিশ উঠানো হয়। পরে সামিরা ফিসের মাধ্যমে নিলাম ডাকে ১২ হাজার টাকায় কিনে নেন এক মৎস্য ব্যবসায়ী। পরে ব্যবসায়ী বশির ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন।
গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এত বড় মাছ এই বাজারে এখন কম মেলে। নিলামের মাধ্যমে কিনে এক হাজার টাকা লাভ করে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে।