কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি শামীমের, জানালেন সাবেক নির্বাচক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
বিপিএলের পর ডিপিএলেও দারুণ সময় পার করছেন শামীম হোসেন পাটোয়ারী। গেল বছরের মাঝামাঝি থেকেই ব্যাট হাতে ছন্দে আছেন। ফিনিশার রোলে ক্রমেই হয়ে উঠেছেন দলের আস্থার নাম। তবে চলতি বছরের বাংলাদেশ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা হয়নি এই ক্রিকেটারের।
কেন্দ্রীয় চুক্তিতে শামীমের না থাকাসামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বড় রকমের আলোচনার জন্ম দিয়েছে। প্রাইম ব্যাংকের হয়ে নিয়মিতই অবদান রাখছেন দলের জয়ে। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে শামীমের অন্তর্ভুক্তির দাবিটাও জোরালো হচ্ছে ক্রমশ।
এরইমাঝে সাবেক এক নির্বাচক ঢাকা পোস্টকে জানালেন, এখনো কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি শামীম পাটোয়ারীর জন্য। ঢাকা পোস্টকে সেই সাবেক নির্বাচক জানান, সে ভালো করছে। এখনো সুযোগ রয়েছে তার সামনে। যেহেতু ৬ মাস পর একটা রিভিউ হয় ক্রিকেটারদের। নিয়মিত ভালো করলে চুক্তিতে শামীমকে দেখা যেতে পারে বলে মনে করেন তিনি।
গেল বছর বাংলাদেশ দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শামীম। যেখানে বলার মতো দুটি ম্যাচে করেছিলেন ৩৫ এবং ২৭ রান।
এছাড়া এবারের বিপিএলে ১৫ ম্যাচে ২ ফিফটিসহ করেছিলেন ৩৫২ রান। কেন্দ্রীয় চুক্তির দাবিটা তাই বেশ জোরালো শামীম পাটোয়ারীর জন্য।