গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির এক পক্ষের সভা পণ্ড করে দিয়েছে অপর পক্ষ। ‘এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ স্লোগান দিয়ে সভাস্থলের চেয়ার-টেবিলও তারা নিয়ে যায়। সোমবার বিকেলে উপজেলার ভাঙ্গারহাট বাজারের পাশে এ ঘটনা ঘটে।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে সভা আহ্বান করা হয়। সভায় নেতাকর্মীরা আসার আগেই সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেশ গাইনের নেতৃত্বে একটি পক্ষ স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে চেয়ার-টেবিল নিয়ে যায়। এ খবর পেয়ে আনোয়ার ও তাঁর সমর্থরা সভাস্থলে না এসে ভাঙ্গারহাট বাজার থেকে ফিরে যান।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বলেন, অনিমেশ গাইনের নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি সভাস্থলের চেয়ার-টেবিল নিয়ে যায়। আমরা সংঘর্ষ এড়াতে সভা না করে ফিরে আসি।
অনিমেশ গাইন বলেন, কিছুদিন আগে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির কমিটি হয়। এই কমিটির বাইরে এখানে কোনো সভা করতে হলে আমাদের সঙ্গে লিয়াজোঁ করে করা উচিত ছিল। আমরা মনে করি, তারা দুষ্কৃতিকারী। তাই সভা করতে দেওয়া হয়নি।