ক্রীড়া ডেস্ক :
চলমান বিপিএলে শুরুটা বেশ ভালোই করেছিল খুলনা টাইগার্স। তবে পরের চার ম্যাচে টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে হয়েছে মেহেদি হাসান মিরাজের দলকে। অবশেষে গতকাল জয়ের ধারায় ফিরেছে খুলনা। শেষ ওভারের রোমাঞ্চ জাগানো ম্যাচে রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। তবে খুলনা পেসার হাসান মাহমুদ সেট ব্যাটার আনামুল বিজয়কে সুযোগই দিলেন না।
বিজয় নিতে পেরেছেন ৯ রান। খুলনা শেষ পর্যন্ত জয় পেয়েছে ৭ রানের ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাসান জানালেন নিজের সফল হওয়ার রহস্য।
১৭ রান ডিফেন্ড করার ব্যাপারে আত্মবিশ্বাস ছিল, সংবাদিকদের প্রশ্নে এমনটাই জানালেন হাসান, ‘আমি চেয়েছিলাম শেষ ওভারে ১০-১৫ রান যেন থাকে। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ম্যাচ বের করে আনতে পারব। আমার জন্য সেন্টারে বল করাটা একটু কঠিন ছিল।’
বিজয়ের বিপক্ষে শেষ ওভারের পরিকল্পনা নিয়ে তার মন্তব্য, ‘পেছনেও শট খেলছিল সামনেও শট খেলছিল (বিজয়)। চিন্তা করেছিলাম ওয়াইড ইয়র্কার, প্ল্যান সফল হয়েছে। শেষ মোমেন্ট পর্যন্ত দেখছিলাম। আমি শুধু আমার লাইন লেন্থে ফোকাস করছিলাম। শুরুতে বল গ্রিপ হচ্ছিল, কঠিন ছিল ব্যাটারের জন্য মারাটা। চেষ্টা করেছি এক জায়গায় বল করে যাওয়ার।’
এছাড়া ম্যাচে একের পর এক ক্যাচ মিসের ব্যাপারে হাসান বলেন, ‘সেট ব্যাটারের ক্যাচ মিস হলে আসলে ম্যাচে ফেরা কঠিন। সব মিলিয়ে আমরা ভালো ফিনিশ করেছি। রাতে একটু কঠিন ফিল্ডিং করাটা। শিশির থাকে গ্রাউন্ডও ভেজা থাকে। (তবুও) অনেকগুলো ক্যাচ ভালো ধরেছে।’