ক্রীড়া ডেস্ক:
চলমান বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিশ্রামের দিনটি ভিন্নভাবে উদযাপন করেছে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন ঢাকার ক্রিকেটাররা। শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠতে দেখা যায় সাব্বির ও মুস্তাফিজুরদের। পরে গণমাধ্যমের মুখোমুখি দলটির পেসার মুস্তাফিজুর রহমান জানান বাচ্চাদের সঙ্গে আনন্দে মেশার কথা। টাইগার এই পেসার বলছিলেন, ‘আমি পিচ্চিদের সবসময় খুব ভালোবাসি। আমার এলাকাতে বলে না, যে জায়গায় বলেন স্কুলের কথা বললে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। যত কাজই থাকুক এটা আমি এনজয় করি অনেক।’
পরে এক প্রশ্নে জানতে চাওয়া হয় যে ক্রিকেট নাকি ফুটবল কোনটা কঠিন। মুস্তাফিজ জানালেন, ‘যে সবগুলোই কঠিন। এখানে অনেকগুলো বল পেয়েছি খেললাম তো ফুটবল।’
পরে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের স্কুল ছিল আমরাও পড়াশোনা শেষ করেছি। বাচ্চাদের উদ্দেশে একটা কথাই বলবো তোমাদের ফিউচার তোমাদেরই গড়তে হবে। তোমাদেরকে তোমার ডিসিপ্লিন মেনে নিতে হবে। আমাদের ছোটবেলার মোবাইল ফোন ছিল না বাচ্চাদেরকে বলতে চাই মোবাইলের অ্যাডিকশন থেকে দূরে থাকতে। নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে।’