খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

জেলা প্রতিনিধি,হবিগঞ্জঃ 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেলবাজার নামক স্থানে বাস চাপায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০) ও একই গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫)।

ওই ইউনিয়নের মেম্বার সাহেল আহমদ জানান, বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বিআরটিসি একটি বাস যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, পরে পিকআপে রশি বেঁধে উদ্ধার কাজ শুরু করেন চালক সাদিক মিয়া ও হাসান আহমদ। মহাসড়কে দাঁড়িয়ে পিকআপ ভ্যান উদ্ধারে রশি ধরে টানাটানিকালে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপসহ সাদিক ও হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা লাশ উদ্ধার করা হয়।শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে একই তথ্য দিয়েছেন।