খুলনা প্রতিনিধি:
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইউসুফ হোসেন (৬৩) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর নড়াইলের নড়াগাতি চান্দেরচর এলাকার বাসিন্দা ইউসুফ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে।
তিনি আরও জানান, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।