গভীর রাতে আড়াইহাজারে দল বেঁধে ডাকাতের হানা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে হানা দিয়েছে ডাকাত দল। এ সময় এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার লালুর কান্দি ও কলাগাছিয়ায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটায় মুখে কালো টুপি পড়ে হানা দেয় ১০-১৫ জনের একটি দল। এসময় হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে মানিকের বাড়িতে আক্রমণ করে তারা। সেখান থেকে নগদ ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

একইভাবে রাত দেড়টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামের হানা দেয় ১২ থেকে ১৩ জনের ডাকাত দল। এসময় স্থানীয় বাসিন্দা জয়নালের বাড়ি থেকে জয়নালের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে। পরপর দুই গ্রামে ডাকাতির খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতি প্রতিরোধে বের হন এলাকাবাসী। এ সময় ডাকাতরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।