গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা ইউসুফজাই
ডেস্ক রিপোর্ট:
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, ইসরায়েল গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে, ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। সেই সঙ্গে স্কুল ভবনে আশ্রয় নেওয়া বেসামরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।
পাকিস্তান আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
মালালা ইউসুফজাই বলেন, ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানো অব্যাহত রাখব।
ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছে উল্লেখ করে নোবেলজয়ী বলেন, স্কুলে বোমা হামলা চললে, পরিবারকে হত্যা করা হলে, একটি ফিলিস্তিনি মেয়ের প্রাপ্য ভবিষ্যৎ বলে কিছু থাকে না।
ইসরায়েলের সরকার বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলি পক্ষের ১,২০৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামলার সময় ফিলিস্তিনি সংগঠনটি ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৯৪ জন এখনো গাজা উপত্যকায় রয়ে গেছে।
জাতিসংঘের নির্ভরযোগ্য বলে বিবেচিত হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৩৭ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।