গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, রাজি নয় হামাস

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

মিশর নতুন করে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা আরবকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মিশরের কাছ থেকে হামাস একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না যদি ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তবে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।’

‘মিশর অংশ আমাদের জানিয়েছে যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।’

এদিকে হামাস তার অবস্থানে অনড়, যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘হামাসের অস্ত্র “আলোচনার বিষয় নয়”।’

তবে ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পনঅন্তর্ভুক্ত।