গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু, আটক ২

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি প্রাণ হা‌রি‌য়েছেন। মঙ্গলবার রাত ১২টায় স্টেশন রোড এলাকায় ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে। তিনি পেশায় একজন পোশাক কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর উল্লাহ বুধবার রাতে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ছিনতাইকারীরা জাফর উল্লাহর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সুযোগে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয় আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জাফর উল্লাহর মরদেহ ও শাহীন আর সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, নিহত জাফর উল্লাহের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দু’জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার কাজসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।